Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৯:৪১

ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দর্শকদের সঙ্গে ভিডিও নির্মাতাদের বন্ধন বাড়াতে ও পরস্পরের মধ্যে দ্বিমুখী যোগাযোগ তৈরি করতে গত বছরের সেপ্টেম্বর মাসে ‘কমিউনিটিজ’–সুবিধা চালু করে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। এত দিন নির্দিষ্টসংখ্যক ভিডিও নির্মাতা সুবিধাটি কাজে লাগিয়ে নিজেদের চ্যানেলের দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারলেও সব নির্মাতা পারতেন না। আর তাই এবার সব নির্মাতার জন্য কমিউনিটিজ–সুবিধা উন্মুক্ত করেছে ইউটিউব।

ইউটিউবের তথ্যমতে, কমিউনিটিজ মূলত দ্বিমুখী আলাপচারিতার প্ল্যাটফর্ম। ডিসকর্ড বা রেডিটের আদলে তৈরি প্ল্যাটফর্মটিতে চ্যানেলের দর্শকেরাও নিজেদের মনের কথা বা মতামত সরাসরি ভিডিও নির্মাতাকে জানাতে পারেন। নির্মাতারাও নিজেদের চ্যানেলের দর্শকদের সঙ্গে অনলাইনে সরাসরি যুক্ত হতে পারেন।

এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ‘আমরা কমিউনিটিজ–সুবিধাটি প্রথমে সীমিতসংখ্যক নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছিলাম এবং ইতিবাচক সাড়া পেয়েছি। তাই আরও বেশি নির্মাতার জন্য এটি উন্মুক্ত করছি।’

কমিউনিটিজ–সুবিধা ব্যবহারের জন্য নির্মাতাদের আমন্ত্রণের (ইনভাইটেশন) প্রয়োজন হবে। ইউটিউব অ্যাপে নির্মাতাদের চ্যানেল পেজে একটি ব্যানার এবং ই-মেইলের মাধ্যমে এই আমন্ত্রণ পাঠানো হবে। আমন্ত্রণ গ্রহণের পর নির্মাতারা ‘গো টু কমিউনিটি’ অপশনে গিয়ে সুবিধাটি চালু করতে পারবেন।

কমিউনিটিজ–সুবিধার আওতায় নির্মাতারা ইউটিউব স্টুডিও অ্যাপের ‘কমিউনিটি হাব’ ব্যবহার করে তাদের চ্যানেলের কার্যক্রম সহজেই পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু তা–ই নয়, দর্শকদের মন্তব্যের উত্তর দেওয়ার জন্য সাজেস্টেড রিপ্লাই সুবিধা ব্যবহারেরও সুযোগ মিলবে।

সূত্র: দ্য ভার্জ

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন