Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:০৪

গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে, অপেক্ষায় ভাঙারি দোকানিরা

জে এম আলী নয়নঃ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিন তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখনও চলছে ভাঙার কার্যক্রম। ভবনটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তর করেছিলেন শেখ হাসিনা। ধ্বংসস্তূপে পরিণত এই বাড়িটি থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা যায়, রাতে অর্ধেক ভেঙে দেওয়া বাড়িটির বাকি অর্ধেকও গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।

সকাল থেকে সেখানে উৎসুক জনতা ও ভাঙারি দোকানের লোকজন ভিড় করছেন। তারা দরজা, জানালা, আসবাবপত্র, গাছের নারিকেল, বই – যে যা পারছেন সেখান থেকে নিয়ে যাচ্ছেন। ভাঙা বাড়িটি থেকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে দেখা যায় ভাঙারি দোকানের লোকজন ও ছিন্নমূলদের, অনেকে অপেক্ষাও করছেন। লোহার জিনিসপত্র নিতে সেখানে রীতিমতো রিকশা ও অটোরিকশার মেলা বসেছে।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত বাড়িটির পেছনের পাঁচতলা ভবন থেকেও বিভিন্ন অবকাঠামো নিয়ে যেতে দেখা যায়। সেই ভবন থেকে প্রচুর বই নিয়ে যায় উৎসুক জনতা। সেসব বইয়ের মধ্যে রয়েছে- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভলিউম-৩, জনসমুদ্রে এক মহামানব, জাতির জনক, শেখ রাসেল ইত্যাদি।

এ ছাড়া ঘর সাজানোর শো-পিসও নিয়ে যেতে দেখা যায় লোকজনকে। কেউ কেউ ৩২ নম্বর বাড়ির প্রাঙ্গণে থাকা গাছের নারিকেলও নিয়ে যান। যারা বই নিয়ে যাচ্ছিলেন, তারা বলছিলেন, স্মৃতি হিসেবে বই নিয়ে যাচ্ছেন তারা। কেউ কেউ ক্ষোভে বইগুলো নিয়ে যাওয়ার কথাও জানান।

ভাঙা বাড়ি থেকে লোহার জিনিসপত্র খুলে নেওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। মূলত ভাঙারি দোকানের লোকজন ভবনগুলো থেকে লোহার অবকাঠামো খুলতে ভাঙচুর করায় এই আওয়াজ আসছে। অন্যদিকে বর্তমানে বাড়ির বাকি অর্ধেক ভাঙার কাজ চলমান রয়েছে। একটি এক্সেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতো ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন