Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৭:১৩

‘সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি’

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ৬টি প্রধান সংস্কার কমিশন প্রধান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ।

তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একইদিনই আশু সংস্কারের সুপারিশগুলো তুলে ধরা হবে।

আইন উপদেষ্টা বলেন, এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে মধ্য ফেব্রুয়ারিতে প্রথম সংস্কার বিষয়ক জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা সভায় সভাপতিত্ব করবেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন