Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৯:৪৮

শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার পরে কক্সবাজার অভিমুখে কোনো বাস যেতে দিচ্ছেন না তারা।

শ্রমিকরা জানান, এক বাস চালককে মারধর করার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এদিকে, কোনো রকমের ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, নগরীর নতুন ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বাস চলাচলে বাধা দিচ্ছেন শ্রমিকরা। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা।

আরও পড়ুন—    নামাজে সাহু সিজদার পর ভুল হলে যা করবেন

এক পরিবহন শ্রমিক বলেন, শ্রমিকদের ওপর অতর্কিত হামলা, নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে আমরা ধর্মঘট পালন করছি।

এক যাত্রী বলেন, পরিবার নিয়ে নতুন ব্রিজ স্টেশনে এসেছি চকরিয়া যাব বলে। কিন্তু এখন দেখি কোনো বাস চলছে না। সকাল ৯টা থেকে বাসের অপেক্ষায় থেকে তীব্র রোদে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই রকম দুর্ভোগের কথা জানান ইব্রাহীম হোসেন নামের অপর এক যাত্রী। চন্দনাইশ যাওয়ার জন্য সকাল ১০টায় স্টেশনে এলেও বাস না চলায় তিনি গন্তব্যে যেতে পারছেন না।

শীর্ষসংবাদ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST