Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহর্‌রম ১৪৪৭ রাত ১:৩৭
 

আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে কেন্দ্রীয় কমান্ড সেন্টার তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
  • ব্যবস্থা হচ্ছে- ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিলের

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ফটো

Link Copied!

আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করতে নিরাপত্তাবাহিনীগুলোর প্রধানদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।

নিরাপত্তা সংস্থাগুলিকে যোগাযোগের সরঞ্জামগুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার তৈরির নির্দেশনা দেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সকল উইংস সমন্বয় করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।

নিরাপত্তা বাহিনীর নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য পুলিশ ১০টি টিম গঠন করেছে। প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলি দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দেন। এসব মামলায় নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন