সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ ব্যাপক ভাইরাল। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার এ সংলাপ নিয়ে এখন সব মাধ্যম্যেই নানা চর্চা হচ্ছে। চিত্রনায়ক বাপ্পারাজ অভিনীত সিনেমাটির এ সংলাপ ছাড়াও অন্যান্য কিছু সংলাপ প্রায়ই ভাইরাল হয়। যার অধিকাংশ সংলাপই এ নায়কের বলা।
এর অন্যতম কারণ বলে মনে করা হয় বিরহপ্রধান গল্পের নায়ক বাপ্পারাজ। সর্বাধিক ব্যর্থ প্রেমের সিনেমার নায়ক হিসেবেই বারবার ভাইরাল হয়ে থাকেন তিনি। পর্দায় একজন শিল্পীর চরিত্র দর্শক মনে রেখেছে বলে বিষয়টি ইতিবাচকভাবেই নেন এ অভিনেতা। তবে এবার সেই ব্যর্থ প্রেমের নায়কের ভাবমূর্তি থেকে বেরিয়ে আসছেন বাপ্পারাজ।
এবার অনেকটা বড় চমক নিয়ে ফিরতে যাচ্ছেন এ নায়ক। দেখা যাবে অস্ত্র হাতে। যদিও দীর্ঘদিন ধরেই পর্দায় অনিয়মিত তিনি। মাঝে মধ্যেই অবশ্য অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু সেসবের গল্প পছন্দ না হওয়ায় কাজ করা হয় না তার। কিন্তু এবার ভিন্ন চরিত্রে ওয়েব সিরিজে ফিরতে যাচ্ছেন। এরইমধ্যে সেই সিরিজের একঝলক প্রকাশ করে চমকে দিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ওয়েব সিরিজটির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি দরজা খুলছে। আর ভেতর থেকে ভেসে আসছে ‘প্রেমের সমাধি’ শিরোনামের পুরনো গানটি। টেপ রেকর্ডারে বাজা গানটির পাশে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। একটি পিস্তলও দেখা যায়।
এ সময় তার পরিচয় জানা যায়। তিনি সায়েম জোব্বার, পুলিশ কর্মকর্তা। টেবিলে উল্টো হয়ে বসে সামনের বোর্ডে একটি লেজার লাইট ধরে বসে আছেন সায়েম জোব্বার। বোর্ডে পত্রিকার একাধিক খবরের অংশ সাঁটানো। এরপর কথা বলেন তিনি। বলেন, ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
এরপরই সামনে আসেন সায়েম জোব্বার চরিত্রে থাকা চিত্রনায়ক বাপ্পারাজ। সিরিজটির নাম ‘রক্তঋণ’। ‘ক্যারেক্টার টিজার’র সংলাপ থেকে বোঝা যায়, এটি কোনো ক্রাইম থ্রিলার ধাঁচের গল্প। এতে একের পর এক ঘটনাক্রমে চিকিৎসকরা খুন হয়। কিন্তু কেন এত খুন হয়, এর পেছনে রহস্য কী―এসবই খুঁজে বের করবে পুলিশ কর্মকর্তা সায়েম জোব্বার, অর্থাৎ বাপ্পারাজ। যা তার কণ্ঠে স্পষ্ট। তিনি বলেন, ‘শোন হাফিজ, সব ক্রাইমের একটি হোল থাকে। আমাদের কাজ হচ্ছে সেই অপরাধের ফুটোটা বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।’
এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বাপ্পারাজ জানান, ওয়েব সিরিজটির কাজ এখনো চলমান রয়েছে। কিছু অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন। এ নায়ক বলেন, এখনো কাজ শেষ হয়নি। চলমান রয়েছে। আরও কিছু অংশের কাজ গুছিয়ে নেই। তারপর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। এটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। এর গল্প লিখেছেন মিড নাইট স্টুডিও টিম। এতে বাপ্পারাজ ছাড়া অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান প্রমুখ।
আর
✪ আরও পড়ুন:
