জামালপুরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ জনকে আটক করেছে থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– জামালপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীরু আহমদ, আওয়ামী লীগ নেতা এমারত হোসেন, আজাদুর রহমান, মজনু মিয়া, জুলফিকার আহমদ ও আক্তারুজ্জামান।
কক্সবাজার থেকে ফেরার পথে জামালপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নীরু আহমেদকে দিগপাইত বাস স্ট্যান্ড থেকে ও পৌর শহরের ১১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য এবারত হোসেনকে শহরের পলাশগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জুলফিকার আহমেদ জুয়েল, সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান ও আওয়ামী লীগ কর্মী মজনু মিয়াকে গ্রেপ্তার করে ডিবি।
পুলিশ জানায়, গত বছর ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলকালে জামালপুরের নতুন হাই স্কুল মোড়ে ছাত্রদের ওপর হামলা হয়। এই ঘটনার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ জনকে আটক করা হয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এর মধ্যে দুজনকে আটক করে পুলিশ এবং বাকি চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
