Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৬:২২

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে গণঅভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

দিগন্ত নিউজঃ
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। গতকাল রাত থেকেই তারা সড়কে নেমে এসে বিক্ষোভ করছেন।

তাদের অবস্থানের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, আগারগাঁওয়ের রাজস্ব ভবন, টিবি হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দিয়ে যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র রোগী বা অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশে দেখা দিয়েছে তীব্র যানজট।

এর আগে চিকিৎসা ঠিকমতো হচ্ছে না এমন অভিযোগে গতকাল রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরে বিক্ষোভ দেখান আহত এই ব্যক্তিরা। গতকাল সন্ধ্যা থেকে রাতে পর্যন্ত বিক্ষোভ চলে। আজ ভোর থেকে আবার সড়কে অবস্থান নেন তারা। তবে এই পর্যন্ত এই বিক্ষোভ প্রশমনে সরকারের পক্ষ থেকে কেউ আসেননি।

ঘটনাস্থল থেকে আন্দোলনে অংশ নেওয়া রায়হান রাফি নামে আহত এক ছাত্র বলেন, “দেশের জন্য আন্দোলনে গিয়ে আহত হয়েছি। এখন সুচিকিৎসার জন্য রাস্তায় নামতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর কী আছে।”

সৈকত হোসেন নামে আরেকজন বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে গেজেট আকারে প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

যেসব দাবিতে তারা আন্দোলন করছেন তার মধ্যে রয়েছে, জুলাই-আগস্টে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। আহতদের ক্যাটাগরি নামক বৈষম্য দূর করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, শহীদ পরিবারের দ্রুত পূর্ণবাসন ব্যবস্থা গ্রহণ করা।

আহত ও তাদের স্বজনেরা মিলে প্রায় তিনশ মানুষ সুচিকিৎসাসহ অন্যান্য বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন