ঘন কুয়াশার কারণে রংপুরের মিঠাপুকুরে একসাথে দুর্ঘটনার কবলে পড়েছে ৭ টি গাড়ি। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারণে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে একটি মাছ ভর্তি পিক আপ ধীর গতিতে চলছিলো। হঠাৎ করে তার পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা আরও ৪টি বাস এবং ১টি কারভার ভ্যান পরপর ধাক্কা লাগে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে।
বড়দরগা হারিয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মূলত ঘন কুয়াশার কারণেই এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।
