Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ ভোর ৫:৩৫

‘বিগত আমলে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেয়া হয়েছিল’

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৩১, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিগত সময়ে জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এসময় ডা. শফিকুর বলেন, জাতির এ ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। হটকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি।

দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি এমন ছিলো যে, অনেকে নিজের মা-বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্বরণ করে বলেন, তিনি একজন ভালো নারী ছিলেন এবং পুরুষদের থেকেও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তার জন্য মোনাজাত করা হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন