Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৬:২৮

‘দেশে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই প্রবলেম হচ্ছে কেন’

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৩০, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি সময়ে শোবিজাঙ্গনের কয়েকজন অভিনেত্রী বিভিন্ন শোরুম উদ্বোধন কিংবা অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে মিডিয়াপাড়াতেও নানা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

সবশেষ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও অপু বিশ্বাস একটি শো-রুম উদ্বোধনে যেতে পারেননি। এর আগে একই ঘটনা ঘটেছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনের সঙ্গেও।

বিষয়গুলো নিয়ে এবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। যেখানে তিনি, জুলাই আন্দোলনে শোবিজ তারকাদের ভূমিকা তুলে ধরেছেন। পাশাপাশি যারা অভিনেত্রীদের কর্মকাণ্ডে বাধাগ্রস্থ করেছেন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন-

‘আমি বুজলাম না, সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেনো?’

অভিনেত্রী লেখেন, এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে নিয়ে এতো মাথাব্যাথা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধিমনন, নিজস্বতা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ এগুলো কি আদৌও সম্ভব?

এরপর চমক উল্লেখ করেন, এই শিল্পীদের মধ্যেই কয়েকজন, যারা জীবনের ভয় না করে কয়েকদিন আগেই রাজপথে নেমেছিলো দেশ আর দেশের মানুষকে ভালোবেসে, তাদেরকে আমরা নিমিষেই ভুলে যাই। অথচ তাদের কন্ঠস্বর ছিল নির্ভীক, তাদেরকে সহজেই জামাত শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায়নি, তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিলো তাদের লাখো-কোটি ভক্ত অনুসারী। যারা আপনাদের পাশে দাড়িয়েছে দেশকে ভালোবেসে, তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা?

চমকের প্রশ্ন, আপনারা আসলে কারা? আপনাদের আসল উদ্যেশ্যে কি? এই দেশ আমাদের সবার, এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার। এই দেশকে আমরা ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে আসলে, আমরা ধরে নিব- আপনারা আর যাই হোক এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসেন না!

সবশেষ এই অভিনেত্রী স্মরণ করিয়ে দিলেন, ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান, ‘দেশটা করোর বাপের না’।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন