Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ বিকাল ৫:৪২

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেন চলাচলের বিষয়টি আব্দুলপুর রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন জানান, পাবর্তীপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এসময় হঠাৎ বিকট শব্দে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে অন্য লাইনের ওপরে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে রেলওয়ে ঈশ্বরদীর পাকশী অফিসকে জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উদ্ধারকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এবং মেরামতসহ উদ্ধার কাজ শুরু করেন। পরে সাড়ে ৫ ঘণ্টা পর রাত সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন