Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৬:৪৪

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক রাজা গ্রেপ্তার

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ২৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ আমান।

আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাগুলো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে রাজা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন চেষ্টার পর তার অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ। পরে সংবাদের ভিত্তিতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আব্দুর রাজ্জাক রাজাকে মানিকগঞ্জ সদর থানা হাজত খানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন