Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৭:০৭

‘বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না সরকার’

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর স্বার্থে এ সরকারকে নিরপেক্ষ থাকতে আহ্বান জানান তিনি।

৬৯– এর গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। শহীদ আসাদ পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে ৬৯– এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ড. মাহবুবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে বেশ কিছু যৌক্তিকতা রয়েছে অথচ এ দাবিকে বিতর্কিত করতে চায় অনেকে। দেশের মানুষ ১৫ বছর ধরে ভোটের অপেক্ষায় আছে। দ্রুত ভোট না হলে সংকট আরও বাড়তে পারে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি সব দল ও মানুষের সমর্থন রয়েছে। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করি।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন