Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৬:১৯

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ২২, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নৌপুলিশ। নৌপুলিশের দাবি, গ্রেফতারদের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- আ. মান্নান মুন্সি, আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী, মো. জাহাঙ্গীর, জলিল বেপারী ওরফে জইলা ও দলিল উদ্দিন ওরফে ধলু। এদের মধ্যে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসের শেষের দিকে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাটের দক্ষিণে ধলেশ্বরী নদীতে নোঙর করা ছিল এমবি সিক্স সিস্টার-২ নামের একটি জাহাজ। ৩১ ডিসেম্বর রাতে ৫ থেকে ৬ জন ডাকাত জাহাজটি উঠে। অস্ত্রধারী ডাকাতরা জাহাজের স্টাফদের ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে আটেক রাখে। পরে সেখানে জাহাজের স্টাফ মিলন মোল্লা ও হোসেন শেখকে জখম করে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, নগদ সাত হাজার টাকা, একটি কম্বল ও জাহাজের ভেতরের থাকা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

ওই ঘটনার জেরে থানায় মামলা করেন ভুক্তভোগীরা। পরে মামলাটির দায়িত্ব আসে নৌপুলিশের কাছে। তদন্ত করে ডাকাতদের ধরতে অভিযান চালায় নৌপুলিশ। পরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন