Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৭:০৯

নিউজার্সি অ্যাসেম্বলির বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

জে এম আলী নয়নঃ
জানুয়ারি ২১, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য বাংলাদেশী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল অ্যাসেম্বলি।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি ২০২৪) বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সন্মাননা তুলে দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী।

জেনারেল অ্যাসেম্বলির স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।

শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে এ সময় জানান সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী।

নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যানের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে বলেও জানান তিনি।

সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএর পরিচালক চৌধুরী হাসিন ফারাহ।

উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ু বিষয়ক ফেলোশীপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন।

জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড়, দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা নেয়া উচিত তাই এই ফেলোশীপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়।

খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে বাফেলো সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন