এক সময়ের জনপ্রিয় বাংলা পত্রিকা ‘দৈনিক ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ ঝোলানো হয়েছে।
ভোরের কাগজের নির্বাহী সম্পাদকের সই করা এ নোটিশে বলা হয়েছে, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা ২০ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।
প্রতিষ্ঠানটির কর্মীরা জানিয়েছেন, পত্রিকা বন্ধের কথা তারা সোমবার সকালেই জানতে পেরেছেন।
ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওসার হোসেন বলেন, ‘আমরা রিপোর্টাররা অন্যান্য দিনের মতো যার যার অ্যাসাইন্টমেন্টে ছিলাম। সকালে অফিস থেকে জানানো হয়েছে, আমাদের বের করে দিয়ে নোটিশ দিয়েছে।’
পত্রিকার প্রধান কার্যালয় বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের কথা জানান ভোরের কাগজের সাংবাদিকরা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন সংবাদ কর্মীরা। এ বিষয়ে মালিকপক্ষের কাছে তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি বলে জানান তারা।
১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা দৈনিক ভোরের কাগজ।
