Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৬:৪৪

বাংলাদেশ-ভারত সীমান্তঃ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ফের দেখা দিয়েছে ভারত-বাংলাদেশ তীব্র উত্তেজনা।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সীমান্তে আমগাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

একইসাথে থেমে থেমে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হঠাৎ করেই তারকাটার বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয় সাধারণ মানুষকে জড়ো করে।

এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বাংলাদেশী নাগরিকরা খবর পায়। পরে স্থানীয় বাসিন্দারা ভারতীয়দের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও স্থানীয়রা জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে থেমে থেমে সংঘর্ষ চলছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে।

এর আগে, গত ৫ জানুয়ারী থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন