Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ ভোর ৫:১২

প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের নারী ক্রিকেটারদের জন্য আলাদা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, নারী ক্রিকেটের উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম। আজ আমরা নারীদের জন্য বিপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এটি আমাদের জন্য গর্বের একটি অধ্যায়। শুরুতে আমরা তিনটি দল রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিদেশি খেলোয়াড় সীমিত রাখব, কারণ আর্থিক বাস্তবতা আমাদের সেভাবে পরিচালিত হতে বাধ্য করছে।

বর্তমানে চলমান পুরুষদের বিপিএল ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরপরই নারীদের বিপিএল আয়োজনের প্রস্তুতি শুরু হবে। টুর্নামেন্টের সূচি শিগগিরই ঘোষণা করবে বিসিবি।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উল্লেখ করেন, নারীদের বিপিএল আয়োজন বিসিবির জন্য একটি বড় পদক্ষেপ। এটি ঘরোয়া নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের মান উন্নয়নে সাহায্য করবে। আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছি, এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, নারী ক্রিকেটের পরবর্তী স্তরে যাওয়ার একটি ধাপ।

প্রথম আসরে সীমিত আকারে শুরু হলেও ভবিষ্যতে নারীদের বিপিএলকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিসিবি আশা করছে, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশীয় নারী ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করবেন।

বিসিবির পরিচালক বলেন, এই বছর আমাদের লক্ষ্য একটি সফল সূচনা। ভবিষ্যতে আমরা এটি আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন