Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ সকাল ৬:৩৫

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৮, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে অনুষ্ঠিত ম্যাচে নেপালের ৫ ব্যাটারকে রান আউট করে অল্প রানে আটকে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা।

শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে ১৮ অবার ২ বলে ৫২ রান করে অলআউট হয় নেপাল। দলটির ওপেনার সানা প্রবিন ১৯ রান যোগ করেন। সীমানা খেলেন ১০ রানের ইনিংস। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি।

নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ৫ ব্যাটারকে রান আউট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নারীরা। এর মধ্যে তিনে নামা অধিনায়ক পূজা রান আউট হন। ছয়ে নামা সীমানা রান আউটে কাটা পড়েন। রান আউট হন দলটির শেষ তিন ব্যাটারই।

জবাব দিতে নেমে ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হন। ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে ম্যাচ জেতান চারে নামা সাদিয়া ও পাঁচে নামা অধিনায়ক সুমাইয়া। এর মধ্যে সাদিয়া ১৬ ও সাদিয়া ১২ রান করেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন