Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ ভোর ৫:৪২

আলিকদমে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৮, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. সৈয়দ আমিন (৪৫) । নিহত তিনজনই আলিকদম উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দুই যাত্রী লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকসহ মারা যায় তিনজন।

পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক‌টি আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন