Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ ভোর ৫:৪৮

কোন ধরনের ত্বকের ক্ষেত্রে দিনে কত বার মুখ ধোয়া জরুরি?

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৭, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। হাতের কাছে কোনো প্রসাধনী না থাকলেও অন্তত মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে পারলে ভালো। তাতে ত্বকে ধুলোবালি জমতে পারে না। তবে ঘন ঘন মুখ ধুলে আবার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। সে ঝুঁকিও আছে। এক্ষেত্রে একটাই সমাধান, ত্বকের ধরন বুঝে মুখ ধোয়া। কোন ধরনের ত্বকের ক্ষেত্রে কত ঘন ঘন মুখ ধোয়া যেতে পারে?

শুষ্ক ত্বক

শুষ্ক ত্বকে মাঝেমাঝেই টান ধরে। তখন পানি দিয়ে মুখ ধুয়ে নিলে খানিকটা ভালোলাগে। তবে যতবার টান ধরবে, ততবার মুখ ধুলে উল্টে হিতে বিপরীত হতে পারে। শুষ্ক ত্বক এতে আরও বেশি শুকিয়ে যেতে পারে। শুষ্ক ত্বকের হলে দিনে একবারের বেশি মুখ না ধোয়া শ্রেয়।

তৈলাক্ত ত্বক

কপাল, নাকের কোল থেকে মাঝেমাঝেই তেল গড়ায়। তেল চিটচিটে ভাব থেকে রক্ষা পেতে অনেকেই মুখ ধুয়ে নেন। সেটা না করলেই ভালো। তৈলাক্ত ত্বক হলে দিনে ২ বারের বেশি মুখ ধোয়া ঠিক হবে না।

মিশ্র ত্বক

মাঝে মাঝে ত্বক তৈলাক্ত হয়ে যায় আবার কখনো ত্বক শুকিয়ে কাঠ। এমন মিশ্র ত্বকের যত্নেও বাড়তি নজর দেওয়া জরুরি। এ ধরনের ত্বকের ক্ষেত্রে দিনে ২-৩ বারের বেশি পাসি না লাগানোই ভালো।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন