Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ ভোর ৫:৪৫

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ‘আমরান’-এ একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল শুক্রবার সকালে জানিয়েছে, আমেরিকান যুদ্ধবিমান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় কমপক্ষে পাঁচটি হামলা চালিয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি বৃহস্পতিবার বলেছেন, গাজায় হামলা অব্যাহত থাকলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।

তিনি বলেন, “যদি ইসরায়েলি শত্রু যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আগে তাদের গণহত্যা এবং তীব্রতা বৃদ্ধি অব্যাহত রাখে তবে ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।”

৭ অক্টোবর, ২০২৩ গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং তাদের মাতৃভূমিতে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা ইসরায়েলি এবং আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

ইয়েমেনি সেনাবাহিনী গাজার উপর তেল আবিব সরকারের নৃশংস যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে সংযুক্ত জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

এই অভিযানগুলো দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইলাত বন্দরকে কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। যার ফলে ইসরায়েলিদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে গাজায় ইসরায়েলের স্থল ও বিমান আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের আক্রমণ বন্ধ করবে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় ৪৬,৭৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ১ লাখ ১১ হাজার জন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন