Dianta-News-PNG
ঢাকা শনিবার- ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১, ৮ই শাবান ১৪৪৬ ভোর ৫:১৮

সাবেক ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড মঞ্জুর

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১৪, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মঙ্গলবার এই আদেশ দেন।

বেনজীর হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুই বছর আগে ছাত্রলীগ থেকে বিদায় নেন তিনি। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতা–কর্মীদের একটি মিছিলে অংশ নিয়েছিলেন তিনি।

গত সোমবার ভোররাতে সাতক্ষীরার সীমান্ত উপজেলা দেবহাটা থেকে বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারের পরপরই তাঁকে ঢাকায় নিয়ে আসে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রলীগের সাবেক নেত্রী বেনজীর হোসেন নিশিকে শাহবাগ থানায় দায়ের করা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয়। পরে তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপরদিকে বেনজীর হোসেনের আইনজীবী নোমান হোসাইন তালুকদার রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন দেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও ছিলেন। এ ঘটনায় গত অক্টোবরে মামলা হয়। মামলায় আসামির তালিকায় বেনজীর হোসেন নিশির নাম রয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন