Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ১:১৭

এখনো জ্বলছে যুক্তরাষ্ট্র; নিয়ন্ত্রণে আসেনি দাবানল

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ১০, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। ছড়িয়ে পড়া দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। এরমধ্যে প্যালিসেডেস, ইটনের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি।

শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। এটি ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে কেনেথ দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। এই দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।

বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা ছাড়া আরো কিছু পুরস্কার অনুষ্ঠানও। এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

বিবিসি বলছে শুক্রবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ থাকলে সেটি পিছিয়ে গেছে; এই অনুষ্ঠানের পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে রোববার।

অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন। দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক। এর মধ্যে খবর এসেছে আদালতের রায়ে অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে বেনের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।

তবে দাবানলে বেনের বাড়িটি অক্ষত আছেন। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুন তাণ্ডব চালানোর পর নিজেদের বাড়ির কাছে যান। বেশিরভাগই দেখতে পেয়েছেন তাদের বাড়ির কোনো কিছু আর অবশিষ্ট নেই। দাবানলের সুযোগ নিয়ে অনেকে সেখানে লুটপাট চালিয়েছেন। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত স্থানে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST