Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:২১

কেরামত উল্লাহ বিপ্লবের ‘ভিডিওগল্পে’ অভূতপূর্ব সাড়া

জে এম আলী নয়নঃ
জানুয়ারি ৯, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তৈরি, খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের ‘ভিডিওগল্প’ অভূতপূর্ব সাড়া ফেলেছে। গেলো ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু নিজের ইউটিউব চ্যানেল ‘দুনিয়ার গল্প’ এ তিনি জানাচ্ছেন ভিন্ন স্বাদের এসব জীবন কাহিনী।

ড্রোন, ক্রেন, এ্যাকশন ক্যামেরার মাধ্যমে সিনেমার মতো তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের অসাধরণ অজানা গল্প। এরিমধ্যে আজারবাইজান, আরব আমিরাত, সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে প্রায় দুই ডজন ভিডিওগল্প নিজের চ্যানেলে মুক্তি দিয়েছেন বিপ্লব।

ফেসবুক ও ইউটিউবে তার দর্শক দেড় কোটি ছাড়িয়ে গেছে। এরমধ্যে আমেরিকায় ভার্জিনিয়ার পাহাড়ী এলাকার প্রাসাদোপম বাড়িতে থাকা এক নি:সঙ্গ নারীর ‘ভিডিওগল্প’ সুপার ভাইরাল হয়ে ৩ দিনে ১৩ মিলিয়ন মানুষের কাছে পৌছে। ওই নারীকে বিয়ে করতে প্রস্তাব দিয়েছেন ১৩ হাজার মানুষ। এমন হৈ চৈ দেশের ভিডিও ব্লগ নিয়ে এর আগে কমই হয়েছে।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব মুলত জলবায়ু, প্রকৃতি পরিবেশ ও অভিবাসনে বদলে যাওয়া মানুষের এবং জনপদের কাহিনী তুলে আনছেন তার ‘ভিডিওগল্প’-এ। নিজের ফেসবুক প্রোফাইলে একথা জানিয়ে কেরামত উল্লাহ বিপ্লব বলছেন- মানুষ তার নিজের জীবনের সাফল্য-ব্যর্থতা, সুখ-দু:খ অন্যের জীবন কাহিনীতে দেখতে চায় খোঁজে। এটি সামনে রেখেই ‘ভিডিওগল্প’ ধরণের কন্টেট তৈরির আইডিয়া নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, আগে প্রখ্যাত হুমায়ূন আহমেদ, সত্যজিৎ রায়, সমরেশ মজুমদারের মতো লেখকদের গল্প-উপন্যাস সব শ্রেণীর মানুষের মাঝে যে ক্রেজ তৈরি করতো, এখনকার লেখকরা তা পারেন না। ইন্টারনেট, নানা ডিভাইস ও প্রযুক্তির কারনেও বই পড়ার চাহিদা দারুণ ভাবে কমছে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হটস্টারের মতো হাজারো ওটিটির এই যুগে মানুষ ফ্যান্টাসি, অবাস্তবে ডুবে যাচ্ছে। বইয়ে যে জীবনের গল্প তার প্রতি আগ্রহ নেই। তাই ‘ভিডিওগল্প’ কনসেপ্টটি খুবই কার্যকর হবে বলে আশা করেন কেরামত উল্লাহ বিপ্লব। যা এখন বিশ্বখ্যাত টিভি চ্যানেলগুলো শুরু করতে যাচ্ছে।

ফেসবুক-ইউটিউবে ভিউ পেতে এলোমেলো, রং চড়ানো গুজব দিয়ে কনটেন্ট নয়-ভিডিওগল্প হবে নানা ধরনের মানুষের জীবন থেকে নেয়া সরল কাহিনী। যার গল্প, তিনিই বলবেন সবাইকে।

প্রথম দিকে কেরামত উল্লাহ বিপ্লব কাজ করবেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশী ও ব্যতিক্রমী মানুষদের নিয়ে। যারা এ ধরনের গল্প সবাইকে জানাতে চান, ইতিহাসে রেখে দিতে চান। তাদের গল্পের বিষয়, সারমর্ম জানিয়ে karamotullah@gmail.com এই ইমেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন, কেরামত উল্লাহ বিপ্লব।

অফিসিয়াল ইউটিউব চ্যানেল – youtube.com/@karamotullah
ফেসবুক প্রোফাইল – facebook.com/karamot.biplob/videos

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST