Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ৩:০১

‘বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়’

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৯, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহ মামলার বিচারক। বললেন, এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।

এদিকে আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে দশটায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন।

তারা জানান, পরিদর্শন শেষে বিচারক আজকের মত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, এখানে আজকে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে বিচারক নির্দেশনা দিয়েছেন আজকের মতো আদালতে কার্যক্রম মুলতবি।

তিনি আরও বলেন, আগামীতে এখানে আদৌ আদালত বসবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে শুনানি কার্যক্রমে আমরা অংশ নেবো।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST