Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:১০

বায়ুদূষণঃ ঢাকা আজ বিশ্বে দ্বিতীয় শহর

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৮, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২০৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর” পর্যায়ে রয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার সবচেয়ে দুষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৫৩)। তালিকায় এর পরেই রয়েছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪২), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৩৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩১), কল্যাণপুর (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৩), মাদানি এভিনিউ (২১০)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বুধবার সকাল ৯টায় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভিয়েতনামের শহর হ্যানয়। ২১৯ একিউআই স্কোর নিয়ে শহরটিতে বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর” পর্যায়ে রয়েছে।

তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, উত্তর মেসিডোনিয়ার স্কোপজে ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কংগোর শহর কিনশাসা। শহরগুলোর বাতাসের মান “অস্বাস্থ্যকর” পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST