Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:১৯

কারাগারে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৭, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন ওরফে মৃদুলকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন।

বিচারক (ভারপ্রাপ্ত) জুয়েল রানা জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেহেরপুর দায়রা ও জজ আদালত পুলিশের পরিদর্শক মানস রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা দুইটার দিকে আসামি মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেনকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট মেহেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ২৮ আগস্ট শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর দায়রা ও জজ আদালতে একটি মামলা করেন। এতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তাঁর ছোট ভাই সরফরাজ হোসেনসহ আওয়ামী লীগের ১৬৩ নেতা-কর্মীকে আসামি করা হয়।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ফরহাদের ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।

মামলার আরজিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৪ আগস্ট মেহেরপুর পৌর শহরে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে পরদিন ৫ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণা দেওয়ার পরপর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে লাঠিপেটা করেন।

পরদিন দুপুরে ছাত্র-জনতা এক দফা দাবি নিয়ে মাঠে নামলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবারও তাঁদের ওপর হামলা করেন। এতে চার শিক্ষার্থী গুরুতর আহত হন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST