Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:২৬

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে ড. তোফায়েল

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৬, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করলে খরচ অনেক কম হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। তাই এ দুই নির্বাচন একসঙ্গে করার পক্ষে মত দিয়েছেন তিনি। ড. তোফায়েল বলেন, এক দিনে নির্বাচন হলে খরচও কমে আসবে ছয় শ’ কোটি টাকায়। যেখানে গত তিন বছরে স্থানীয় সরকার নির্বাচনে ব্যয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে মতামত নিতে সংবাদকর্মীদের সঙ্গে সংস্কার বিষয়ক মতবিনিময়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এতে কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করাসহ নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানোসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা।

পরে নিজেদের মতামত তুলে ধরেন কমিশনের প্রধান। ড. তোফায়েল আহমেদ বলেন, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের ভোটে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে বিগত সরকারের। কিন্তু জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ কমে নামবে ৬০০ কোটিতে।

এ সময় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা (এমপি) যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন, সেই বিষয় সুপারিশ করা হবে বলে জানান তোফায়েল আহমেদ।

এ ছাড়া তিনি আরও জানান, স্থানীয় সরকারের পার্বত‍্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে কমিশন। বিশেষ করে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে।

প্রসঙ্গত, রাষ্ট্রের সংস্কারের অংশ হিসেবে ১৬টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST