Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ৩:১৬

‘মানসিক চাপে নারীর আত্মহত্যা’, ঋণদাতা সংস্থার বিরুদ্ধে মামলা

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৫, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায়ের ‘চাপ সহ্য করতে না পেরে’ চট্টগ্রামে বেসরকারি সংস্থার এক নারী কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় নিজ বসত ঘরে শনিবার সন্ধ্যায় শুক্লা দে (৩৮) নামের ওই নারী আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

শুক্লা দে ‘রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’ নামের একটি ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের মাঠকর্মী ছিলেন।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, “শুক্লা দে’র স্বামীর অভিযোগ, আর্থিক বিষয় নিয়ে শুক্লার বেতন কেটে নেওয়া হয়। পাশাপাশি ‘মানসিক নির্যাতনের’ জন্য তাকে বোয়ালাখালী থেকে অন্যত্র বদলি করা হয়েছে। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শুল্কা দে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বামী।”

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বোয়ালখালী থানায় একটি মামলা করেছেন সিদুল পাল।

মামলায় ঋণদাতা সংস্থাটির বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপক কাঞ্চন দেবনাথ, পটিয়া শাখার নন্দন, ছিনু বিশ্বাস ও পলাশ নাথ নামের চার জনকে আসামি করা হয়েছে।

মামলায় সিদুল পাল অভিযোগ করেছেন, ২০২৩ সালের মে মাস থেকে ‘রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির’ কানুনগোপাড়া শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন শুক্লা দে। তখন প্রতিষ্ঠানের আর্থিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হলে শুক্লা দে তার মাসিক বেতন থেকে নিদিষ্ট পরিমাণ টাকা দেওয়ার অঙ্গীকার করেন।

সে হিসেবে শুক্লার মাসিক বেতন থেকে গত নভেম্বর মাস থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে।

এছাড়া তাকে মানসিক নির্যাতন করার জন্য সংস্থাটির পটিয়া উপজেলায় বদলি করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST