Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ৩:১২

নিজ গ্রাম থেকে আটক সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৫, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলার বেলকুচি উপজেলার কামারপাড়ার নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে তার গ্রামের বাড়ি থেকে আটক করেছে। এরপর তাকে জেলা সদরের সেনা ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে শনিবার রাত ৯টার দিকে এনায়েতপুর গ্রামে খাজা ইউনুস আলী (রহ.)–এর দরবার শরিফে ১১০তম ওরস শরিফে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস পৌঁছালে ১ নম্বর ফটক এলাকায় স্থানীয় কিছু দুষ্কৃতকারী তার গাড়ি প্রতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তের ঢিলে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল লতিফ বিশ্বাসের ওপর হামলার বিষয়টি আমরা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না। তার বিরুদ্ধে এই থানায় কোনো মামলা নেই।

উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন লতিফ বিশ্বাস।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST