Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ৩:০৫

খাসজমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৫, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

কু‌ড়িগ্রামের উলিপুরে চরের (খাস) জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এঘটনায় মো. দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হয়েছেন। নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানায়, দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেনের বিরোধ চলছিল। কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মারামা‌রি হয়।

এরই জেরে দুপুরে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দর‌বেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও দশজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টিকে ঘিরে আওয়ামী লীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সং‌ঘর্ষ হয়। আজও চর দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবে‌শ আলী নিহত হয়ে‌ছে। নিহত দরবে‌শ আলী সবুরের খা‌লাতো ভাই।

ও‌সি জিল্লুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST