Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ১:০৭

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৫, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (অতিরিক্ত পিপি) হামিদুল ইসলাম দুলাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে হাসানুর হাসু (৪৫), একই গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে কাওছার আলী, দেল মাহমুদের ছেলে মোয়াজ্জেম হোসেন রিন্টু ও মৃত লাজেমুদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম আলিম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, একই গ্রামের আশরাফ (৫০), মোতালেব (৪০), রেজাউল (৩২), দুলাল (৩৫), মনিরুল (৩০), সাদ্দাম (২৮), বেল্লাল (৫০) ও আওয়াল (৩০)।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে প্রতিবেশী হাসানুর রহমান হাসুর নেতৃত্বে অন্য আসামিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়। এ সময় সাইফুল ইসলাম ও তার ভাই সোনা মিয়া, মকবুল হোসেন, আবুল কালামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়াও তাদের বাড়ি-ঘরে ভাঙচুর করা হয়।

পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা চলাকালে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে এ মামলায় রায় ঘোষণা করেন বিচারক। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে ৪৩জনকে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST