Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ১:২০

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ৪, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অস্ত্রসহ ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবা। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে (শনিবার ভোররাত) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মোঃ সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মোসলেহ উদ্দিন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আটকদের নাম-পরিচয় জানায়নি কোস্ট গার্ড। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং পাঁচজন রোহিঙ্গা।

সিয়াম-উল-হক বলেন, শুক্রবার রাতে নাফ নদে মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ একটি টহল দল স্পিডবোট নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ ককরে। এ সময় তারা কক্সবাজারের দিকে পালিয়ে যায়। আমাদের বোট তাদের কাছাকাছি গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমাদের অভিযানিক দল আত্মরক্ষার্থে পাল্টা তাদের বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম বরাবর গুলিবর্ষণ করে। একপর্যায়ে বোটটি থেমে যায়।

লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। বোট থেকে ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। পরে ইঞ্জিন রুম তল্লাশি করলে ইঞ্জিনের পাশে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জালাল উদ্দিন বলেন, ভোরে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তারা তখন কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়। ট্রলারে থাকা ১৬ জনকে আটক এবং দেশীয় তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST