সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সব ক্যাচের দেখা পাওয়া যাচ্ছে বিগ ব্যাশে। তবে এবার ঘটলো মর্মান্তিক এক দুর্ঘটনা।
শুক্রবার অস্ট্রেলিয়ান এই ফ্রাঞ্চাইজিতে ক্যাচ নিয়ে গিয়ে সতীর্থ ড্যানিয়েল সামসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ক্যামেরুন ব্যানক্রফটের।
ওই ঘটনায় ব্যানক্রাফটের নাকের হাড় ও কাঁধের হাঁড় ভেঙে গেছে। এ ঘটনায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।
ক্যাচ নিতে গিয়ে ধাক্কা লাগায় দুজনই মাথায় আঘাত পান। পরবর্তী সময়ে কনকাশন বদলি করা হয় তাদের। স্যামের ইনজুরি গুরুতর না হলেও অন্তত ১২ দিনের মতো তাকে মাঠের বাইরে রাখা হতে পারে।
তারা বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের দলে ছিলেন। স্যাম ৪টির মতো ম্যাচ মিস করতে পারেন। তবে ব্যানক্রফটের মৌসুমের বাকিটা খেলা হবে না। এমনকি তার চলতি অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমও শেষ মনে করা হচ্ছে।
তাদের ইনজুরি প্রসঙ্গে সিডনি থান্ডার্সের ব্যবস্থাপক বলেন, তারা দুজনই মানসিকভাবে খুব শক্ত খেলোয়াড়। ব্যানক্রফটকে নিয়ে যে কাউকে জিগ্যেস করুণ, ম্যাচটা সে দারুণভাবে খেলছিল। ব্যানক্রফট গত ম্যাচ শেষ অবধি প্রতিটি বল দেখেছে।
তাদের সর্বশেষ তথ্য জানিয়ে সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড বলেন, ক্যামেরন তার পরিবারের সঙ্গে পার্থেই অবস্থান করছে, এ ছাড়া টিম স্টাফরাও আছেন হাসপাতালে। ধারণা করা হচ্ছে– বিবিএলের বাকি অংশে সে আর খেলতে পারবে না। ড্যান স্যামসের অবশ্য অতটা সমস্যা নেই, তার স্ত্রীকেও বাড়ি থেকে আনা হয়েছে।
“তাদের স্বার্থে ব্রিসবেনে দলের সঙ্গে পুরো স্টাফ যাচ্ছে না। আগামীকাল রাতে আমাদের পরবর্তী ম্যাচ ব্রিসবেন হিটের সঙ্গে। তবে ইনজুরড ক্রিকেটারদের পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি দুয়েকদিনের মধ্যে আমরা ভালো সংবাদ পাব।”