Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:৫৮

এক ম্যাচে ৭ উইকেট, ইতিহাসের পাতায় তাসকিন

দিগন্ত নিউজঃ
জানুয়ারি ২, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

৪ ওভার ১৯ রান ৭ উইকেট, বাকি ১৬ ওভারে ১৫৫ রান ২ উইকেট।

রাজশাহীর হয়ে আজ বল হাতে একাই ঢাকাকে কাঁপিয়েছেন। একদিনের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঢাকা তারকাবহুল দল হলেও প্রথম ম্যাচটা আশানুরূপ কাটেনি তাদের। এই ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সুযোগ ছিল বড় স্কোর গড়ার। তবে, তাসকিনের বিপিএলসেরা বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ঢাকা। ক্রিকেট ইতিহাসের ৩য় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট প্রাপ্তি তাসকিনের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রান তোলে ঢাকা। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দিপু। আর বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার।

তাসকিন আহমেদ তার নিজের কারিয়ার সেরা বোলিংয়ে আজ নিয়েছেন ৭ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টি তাঁর আগে এ কীর্তি মাত্র দু’জন বোলার করে দেখিয়েছেন। কিন্তু রাজশাহীর বাকি বোলাররা দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। নিজেদের প্রথম জয়ের খুঁজে থাকা ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর ম্যাচে তাসকিন বল হাতে নজর কাড়লেও ক্যাপিটালসের স্টিফেন এসকিনাজি ও শাহাদাত দিপুর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ করে ঢাকা।

অফ ফর্মে থাকা লিটন দাস প্রথম ম্যাচে ৩১ রান করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। তবে আজ দ্বিতীয় ম্যাচেই নিজের চিরচেনা রূপে দেখা গেল এই উইকেটকিপারকে। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বল খেলে ডাক (০-শূন্য) উপহার দিয়ে ফেরেন লিটন। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে দলের ব্যাটিং বিপর্যয় আরও বাড়িয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুর্বার রাজশাহীর হয়ে প্রথম চার ওভারে দ্বিতীয়বারের মতো উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ।

দুই ওপেনারকে মাত্র ১৪ রানে ফিরিয়ে ঢাকা ক্যাপিটালসকে চেপে ধরার ইঙ্গিত দিয়েছিল এনামুল হক বিজয়ের দল। তবে তৃতীয় উইকেট জুটিতে ঢাকার হয়ে দলের হাল ধরেন ইংলিশ ব্যাটসম্যান স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপু।

১৪ রানে ২ উইকেট হারালেও পাওয়ার প্লেতে মারকুটে মেজাজে খেলতে থাকেন দুই ব্যাটসম্যান। লম্বা সময় পর বিপিএলে ফেরা বাংলাদেশের সাবেক পেসার শফিউল ইসলামের দিনটা আজ ভালো যায়নি। রাজশাহীর হয়ে নিজের ফেরার ম্যাচে প্রথম ওভারেই দিয়েছেন ২০ রান। পাওয়ার প্লের শেষ ওভারে মোহর শেখ দেন ১৪ রান আর তাতেই প্রথম ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২২ রান তোলা ঢাকার স্কোরবোর্ডে ছয় ওভার শেষে ৫৬ রান।

দ্রুত দুই উইকেট হারালেও দিপু-এসকিনাজির জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঢাকা। মাঝ ওভারে হেসেখেলে নিজের ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন ইংলিশ ব্যাটসম্যান এসকিনাজি। তবে ১১তম ওভারে হাসান মুরাদের স্পিনে ৪৬ রানে বোল্ড হয় ফেরেন এসকিনাজি। দলীয় ৯৩ রানে ৩ উইকেট হারানো ঢাকার ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব সেই জায়গা থেকে নিজের কাঁধে নেন অধিনায়ক থিসারা পেরারা।

ক্রিজে নেমে নিজের খেলা প্রথম বলেই হাসান মুরাদকে মিড উইকেটে উড়িয়ে বিশাল এক ছয় মারেন পেরারা। আগ্রাসী মেজাজে শুরু করা পেরারা রানের গতি মুহূর্তেই বাড়ানোর চেষ্টা করেন। তবে ১৫তম ওভারে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে মোহর শেখের বলে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন ক্যাপিটালস অধিনায়ক।

দলীয় ১২৯ রানে ৪ উইকেট হারানো ঢাকাকে শেষ দিকে শাহদাত হোসেন দিপুর ফিফটি বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও শেষটা রাঙিয়েছেন শুবহাম রানজানে(১৩ বলে ২৪রান) ও আলাউদ্দিন বাবু(৯ বলে ১৩ রান)। শেষ দিকে এই দুই ব্যাটসম্যানের ১৫ বলে ৩৩ রানের জুটিতে ২০ ওভারে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা। রাজশাহীর হয়ে শেষ ওভারে ২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন।

পুরো ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৭ উইকেট নেয়া তাসকিন রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার দ্বিতীয় কীর্তি এটি। এর আগে কাউন্টি ক্রিকেটে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST