দেশের বিভিন্ন জায়গায় স্টেডিয়াম থাকলেও সংস্কারের অভাবে সেগুলোর অবস্থা বেহাল। সংস্কার কাজের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চার বছর ধরে খেলা হচ্ছে না। ফলে মাঠ সংকটে ভুগছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এতদিন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবল ভাগাভাগি করে হতো। কিন্তু আগামীতে আর এই স্টেডিয়ামে ক্রিকেট হবে না। ফুটবলের জন্য বন্দর নগরীর এই স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফের অনুকূলে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তা পরিষদ থেকে জানানো হয়েছে।
এর আগে বুধবার (১ জানুয়ারি) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই এ খবর জানিয়েছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর এ বিষয়ে প্রথম কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি বলেছিলেন, স্টেডিয়ামটি ১০ বছরের জন্য বাফুফেকে দেওয়া হয়েছে।
তবে সেদিনই বাফুফের তরফ থেকে জানানো হয়, ১০ বছরের জন্য এই স্টেডিয়াম নিয়ে কোনো লাভ নেই। কারণ, ফিফার আন্তর্জাতিক মানে এটি গড়ে তুলতে যথেষ্ট সময় লাগবে। এজন্য করতে হবে বড় বিনিয়োগ। ফলে অন্তত ২০-২৫ বছর দরকার। তাই ২৫ বছরের জন্য স্টেডিয়ামটি চেয়ে এনএসসিকে ফের চিঠি দেয় বাফুফে।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে ২৫ বছরের জন্যই স্টেডিয়ামটি বাফুফেকে দিয়েছে সরকার। তবে স্টেডিয়াম বরাদ্দ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ১২টি শর্ত দিয়েছে বাফুফেকে। স্টেডিয়ামের কোনো সংস্কার করতে হলে সেটি পরিষদকে জানিয়ে করতে হবে এবং সব ব্যয় বহন করতে হবে বাফুফেকেই।
তবে বছরের প্রথম দিকেই সুখবর দিলেন বাফুফে বস সভাপতি তাবিথ আউয়াল।