টেপ টেনিস ক্রিকেটের অন্যতম বড় আয়োজন ‘কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল’-এর টানা ষষ্ঠবারের মতো আয়োজনে ‘কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬’ আজ শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে।
দিনের শুরুতে সকাল আটটায় উদ্ভোধনী দিনের খেলা শুরু হবে স্টার অফ খুলনা বনাম ডিস্পেরেট বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে। এদিন ৫টি ম্যাচে দশটি দল যথাক্রমে সকাল সাড়ে নয়টায় মিরপুর কিংস-সিলেট টাইগার্স, সকাল এগারোটায় ধানমন্ডি ডাইনামাইট-টীম মাইটি সিক্সার্স, দুপুর সাড়ের বারোটায় ব্যাকব্যাঞ্চার্স-নবাব অফ অল্ড ঢাকা এবং দুপুর আড়াইটায় চট্টগ্রাম উইজার্ড-মিলিনিয়াম টাইগার্স তেঁজগাও অংশগ্রহণ করবে।
এবারের এই ‘কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬’ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৫টি দল। দলগুলো তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নামবে। খেলার সময়সূচি জানুয়ারির ৩, ৪, ১০, ১১, ১৭, ১৮, ২৪, ২৫ এবং ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন— শীতার্ত মানুষের পাশে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, এবারের আসর আগের তুলনায় আরও বেশি জমজমাট এবং আকর্ষণীয় হবে। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৫ লাখ টাকার পুরস্কার এবং একটি আকর্ষণীয় ট্রফি। রানার্স-আপ দল পাবে ২ লাখ টাকার পুরস্কারসহ থাকছে একটি আকর্ষণীয় ট্রফি।
গত ৫ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের জার্সি উন্মোচন, গ্রুপ ড্র এবং ট্রফি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হান্নান সরকার।
আরও পড়ুন— কিংবদন্তী ফুটসাল কার্নিভাল’র চ্যাম্পিয়ন “সিকে টাইগার্স”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং, চিফ ফিনান্সিয়াল অফিসার ফেং ষিনয়ু, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং সিলেটের বিয়ানীবাজারস্থ মা ও শিশু জেনারেল হাসপাতাল-এর নুর নবী রাজু।
সেদিন ‘আমরাই কিংবদন্তী’র এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর ম্যানেজার, অধিনায়ক ও আয়োজক কমিটির সদস্যরাও এই জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন।
আয়োজক ফেসবুক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’ যা এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত, এবার ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে। টুর্নামেন্টের মাধ্যমে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি প্রসারে অবদান রাখতে চায় তারা। এই আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি অংশগ্রহণকারীদের জন্য একটি পুনর্মিলনী এবং বন্ধুত্বকে উদযাপনের উপলক্ষ।
আরও পড়ুন— কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬ এর পর্দা উঠছে ৩ জানুয়ারি
উদ্বোধনী দিন থেকেই টুর্নামেন্টে খেলা হবে জমজমাট পরিবেশে। আয়োজকরা আশা করছেন, এটি টেপ টেনিস ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয় একটি আসর হয়ে উঠবে।
‘কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬’ টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্ব উদযাপনের এক অনন্য পরিবেশ সৃষ্টি হবে। এটি অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য যেমন একটি সুযোগ, তেমনি ক্রিকেটপ্রেমীদের জন্যও বিশেষ আনন্দের উপলক্ষ। এই জমকালো আয়োজন প্রতিটি অংশগ্রহণকারী এবং দর্শকের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।