Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:৩৬

নতুন বছর সবার আগে এলো যে দেশে

জে এম আলী নয়নঃ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি সবার আগে বরণ করে নিয়েছে আসছে নতুন বছর ২০২৫ সালকে। এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন-র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৫ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো বিশ্বের প্রথম এ দেশ যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে।

গ্রিনিচ মান সময় ১০টায় কিরিবাতি যখন ইংরেজি নববর্ষকে বরণ করছে তখন সেখানকার আশেপাশে আরও ১০টি দেশ একই সময়ে বরণ করে নেয় নতুন বছরকে।

এর ১ ঘণ্টা পর অর্থাৎ গ্রিনিচ মান সময় ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউজিল্যান্ডও স্বাগত জানাবে ২০২৫ সালকে।

প্রসঙ্গত, ভৌগোলিক কারণে কিছু দেশ সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে। আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপে ২০২৫ সালের আগমন হবে সবার শেষে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST