ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার বাশার আল-আসাদের মতো ‘শোচনীয় পরিণতি’ হুতিদেরও ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
তেহরানকেও সতর্ক করে ড্যানি বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের যে কোনও স্থানে হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের আছে। ইরানের ছায়াগোষ্ঠীগুলোর কোনও হামলা ইসরায়েল বরদাশত করবে না বলে জানান তিনি।
এর কয়েকঘন্টা পরই ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।
হুতিরা ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে গুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণের একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার একথা জানিয়েছেন। ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভাষণে বলেন, হুতিদের কাছ থেকে আর কোনও হামলা ইসরায়েল সহ্য করবে না।
তিনি বলেন, “হুতিদের বলছি, আপনারা সম্ভবত গতবছরে মধ্যপ্রাচ্যে কী ঘটেছে সেদিকে দৃষ্টি দিচ্ছেন না। ঠিকাছে, আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি হামাস, হিজবুল্লাহ এবং আসাদের কী ঘটেছে; তাদের সবার কথা, যারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে। আপনাদের জন্য এটাই চূড়ান্ত হুঁশিয়ারি। এটি কোনও হমকি নয়, এটি অঙ্গীকার। আপনারাও একইরকম শোচনীয় ভাগ্য বরণ করবেন।”
তবে হুতিরা ইসরায়েলে হামলা থামাবে না বলে জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির সুপ্রিম রেভল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলি আল হুতি। ইসরায়েল হুতিদের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ঘোষণা দেওয়ার পর তিনি একথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোহাম্মদ আলি আল হুতি বলেন, “ইসরায়েলে হামলা চলতে থাকবে। গাজায়ও সমর্থন অব্যাহত থাকবে।”
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুতিরা ইসরায়েল লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে।