হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবাঐ এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। নিহত সবার বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
নিহতরা হলেন– প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা সবাই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পরপরই আকিজ ভেঞ্চার লিমিটেড নামে ওই কোম্পানিটির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ওসি জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। শুনেছি সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।