নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে আসিফ আকবর ও ইমরানের নতুন গান ‘মন জানে’।
গানটির সুর ও সংগীত করেছেন ইমরান এবং গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
ছেলেবেলা থেকে আসিফ আকবরে গান শুনে বড় হয়েছেন তিনি। ‘আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। ভাবতাম তার মতো গায়ক হবো’- বলেন ইমরান।
ইমরান আরও বলেন, ‘আসিফ ভাই নিয়মিত কথাবার্তায় প্রশংসা যেমন করেন, তেমনি ভুল ধরিয়ে দেন।’
গানটির গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, এই গানটি মুলত একসঙ্গে তাদের তিনজনের করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ আকবর ও ইমরানকে একসঙ্গে দেখা যাবে।
স্নেহাশীষ ঘোষ বলেন, ‘গানটি লিখেছি ইমরান ভাইয়ের করা সুরের ওপর। রোমান্টিক ঘরানার এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’
উল্লেখ্য- ‘মন জানে’ গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।