Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৯:৩৮

টেকনাফে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত, উদ্ধারে চলছে যৌথ অভিযান

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ৩০, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করার সময় বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন বনকর্মী এবং ১৬ জন শ্রমিক বলে জানা গিয়েছে। তাঁদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

অপহৃতদের উদ্ধারে বনবিভাগ, এপিবিএন ও পুলিশসহ স্থানীয়রা পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ পরিদর্শনের দিনই এই অপহরণের ঘটনা ঘটেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

এহসান উদ্দিন বলেন, এই শ্রমিকরা মূলত বন রক্ষণাবেক্ষণ যেমন আগাছা ছাঁটা, চারা রোপণ, গাছপালা পরিষ্কার রাখার কাজ করে। সোমবার তারা পাহাড়ে কাজ করতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কিছু লোক তাদের অস্ত্রের মুখে পাহাড়ের গহীনে নিয়ে যায় বলে খবর পেয়েছি।

তাদের কী কারণে অপহরণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে এই অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, নিয়মিত বাগান পরিচর্যার অংশ হিসেবে বন বিভাগের লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছে তাঁরা। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‍্যাব ও বন বিভাগসহ স্থানীয় লোকজন পাহাড়ে অভিযান চালাচ্ছে।

জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি জানার পরই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম কাজ করছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST