আপনি ইউটিউবে কি দেখবেন তা ভেবে পাচ্ছেন না; এমন কি কখনও হয়েছে আপনার? যদি হয়ে থাকে, তাহলে আপনার জন্যই এবার ইউটিউব নিয়ে এসেছে ‘প্লে সামথিং’ নামের নতুন এক বাটন বা ফ্যাব (ফ্লোটিং অ্যাকশন বাটন)। নতুন এই ফিচারটিতে ট্যাপ করলে ইউটিউব নিজে থেকেই ভিডিও প্লে করবে আপনার জন্য। তবে হ্যাঁ, এই সুবিধা কেবলমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসেই পাওয়া যাবে।
এই ফ্লোটিং অ্যাকশন বাটনটিতে লেখা থাকে ‘প্লে সামথিং’ এবং সাথে একটি প্লে আইকন থাকে। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা ‘প্লে সামথিং’ ফিচারটি পাওয়া যাবে ইউটিউবের হোম পেজের নিচে ডান দিকে। ব্যবহারকারী বাটনটিতে ট্যাপ করলেই ইউটিউব নিজে থেকেই কোনো না কোনো শর্টস ভিডিও দেখানো শুরু করবে স্ক্রিনে। ব্যবহারকারী যাতে নির্বিঘ্নে ভিডিও উপভোগ করতে পারে সেজন্য ইউটিউব শর্টস ফরম্যাটকে বেছে নিয়েছে।
তবে এর মানে এই নয় যে ‘প্লে সামথিং’ ফিচারটি শুধু শর্টস ইউজার ইন্টারফেসের মধ্যেই সীমাবদ্ধ। পোর্ট্রেট ইন্টারফেসেও ‘প্লে সামথিং’ ফিচারটি কাজ করবে এবং রেগুলার কনটেন্ট প্লে হবে। পোর্ট্রেট ইন্টারফেসে লাইক, ডিসলাইক, কমেন্টস ও শেয়ারিং বাটনগুলো ডান দিকে আরও বড় আকারে দেখা যাবে এবং নিচের দিকে থাকবে টাইমলাইন স্ক্রাবার।
এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে, ইউটিউব কিসের ভিত্তিতে ভিডিও সিলেক্ট করে ব্যবহারকারীকে দেখানোর জন্য। অর্থাৎ ‘প্লে সামথিং’ ফিচারটিতে অ্যালগরিদম কীভাবে কাজ করে? আসলে এ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। ইউটিউব নিজেও এ সম্পর্কে কিছুই জানায়নি।
তবে গুগল ও ইউটিউব সংশ্লিষ্ট বিষয়ের বিশ্বস্ত সূত্র নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল) জানাচ্ছে, ইউটিবের নতুন এই ফিচারটিতে ‘খুব সম্ভবত’ ব্যবহারকারীদের রিকমেন্ডেড ভিডিও ফিড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীরা যে ধরণের ভিডিও সচরাচর দেখে থাকেন ঠিক সে ধরণের ভিডিও-ই ‘প্লে সামথিং’ ফিচারে প্লে করবে ইউটিউব।
সার্বিকভাবে মনে হচ্ছে ইউটিউব ‘প্লে সামথিং’ ফিচারটিকে পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছে, অর্থাৎ ‘টেস্ট রান’ করছে। সেক্ষেত্রে সকল ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি এখনই না-ও দেখা যেতে পারে। এমনকি যাদের অ্যাকাউন্টে ফিচারটি এসেছে, সেখানেও যে এটা স্থায়ী হবে এমন কোনো নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না।
আপনার ডিভাইসে ইতোমধ্যেই ‘প্লে সামথিং’ চলে না এলে আপনি ইউটিউব আপডেট ভার্সন ১৯.৫০ বা এর পরবর্তী কোনো ভার্সন ডাউনলোড করে দেখতে পারেন। কেননা ফিচারটির অ্যাক্সেস পেয়েছে এমন ব্যবহারকারীরা ১৯.৫০ বা পরবর্তী কোনো আপডেট ভার্সনেই পেয়েছে ‘প্লে সামথিং’ ফিচার।