Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:১০

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ২৪২ কোটি পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছে আট কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ২১৪ ডলার।

রোববার (২৯ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের (২০২৩ সাল) ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ছয় কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৯৩ ডলার। অন্যদিকে গত নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল সাত কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২৮ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ৩৩ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার এসেছে। প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯৫ লাখ ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি দুই লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫০ হাজার ডলার এসেছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST