Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ২:৫২

উলিপুরে যুবদলের বিক্ষোভ, অবাঞ্চিত আব্দুল খালেক

আব্দুর রহিম, উলিপুরঃ
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদল।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

এসময় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবিব নয়ন, পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীর প্রমুখ।

সভায় নেতারা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তব্যে আপন আলমগীর বলেন, আজ হতে বিএনপি‘র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে উলিপুরে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST