Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৭:৪৫

কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মীরা

দিগন্ত নিউজঃ
ডিসেম্বর ২৯, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে কৃষকের পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। অভিযোগ রয়েছে, ১০-১৫ জন সহযোগী নিয়ে প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী মুক্তার হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।

অভিযোগ রয়েছে, প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এ সময় তার সাথে ছিলেন আরো ১০-১৫ জন।

এ ঘটনায় শুক্রবার রাতে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলা চাষ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে। পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্যে দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা।

এ সময় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করছেন ভুক্তভোগী কৃষক।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST