Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৫শে জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১, ২৪শে রজব ১৪৪৬ রাত ১:১৩

মসজিদ ডট লাইফের মাধ্যমে শীতবস্ত্র বিতরণঃ সর্বোচ্চ নির্ভরতা ও সুষ্ঠু প্রক্রিয়া

জে এম আলী নয়নঃ
ডিসেম্বর ২৮, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছর শীতের সময় বাংলাদেশে অসংখ্য দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পায়। শীতের মৌসুমে বাংলাদেশে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্রের সংকট একটি সাধারণ সমস্যা। এই সংকট মোকাবিলায় তাদের পাশে দাঁড়াতে অনেক প্রতিষ্ঠান, সংগঠন ও দানশীল ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে, সঠিক বিতরণ চ্যানেলের অভাবে অনেক সময় এই প্রচেষ্টা প্রত্যাশিত ফলপ্রসূ হয় না বা কাঙ্ক্ষিত প্রভাব ফেলে না। এ সমস্যার সমাধানে নির্ভরযোগ্য ও স্বচ্ছ একটি প্ল্যাটফর্ম হিসেবে মসজিদ ডট লাইফ’কে বিবেচনা করা যেতে পারে বা বিবেচনা করতেই পারেন। এই সমস্য সমাধে প্রতিষ্ঠানটি তার নিয়মিত কার্যক্রম সুদমুক্ত ঋণ বিতরণ এর পাশাপাশি এ ধরণের সামাজিক কাজের একটি কার্যকরি মাধ্য হিসেবে কাজ করছে।

কেন মসজিদ ডট লাইফ?
কেনোনা মসজিদ ডট লাইফের বিশেষত্বই হলো এটি মসজিদ কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে থাকে। অর্থাৎ তাদের ব্রাঞ্চগুলো স্থানীয় মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয়। যা তাদের ন্যায্যতা, স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও সঠিক বিতরণ প্রক্রিয়া নিশ্চিত করতে সাহায্য করে। শীতবস্ত্র বিতরণের সময় ব্রাঞ্চগুলোর টীম লিডার ও অন্যান্য সদস্যরাসহ স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা সুবিধাভোগীদের প্রাথমিক তালিকা আলাদা আলাদা ভাবে উপস্থাপন করেন এবং শুধুমাত্র এর পরে সকল তালিকা একসাথে করে যাচাই বাছাই করার পর সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। যা প্রস্তুতিতে অংশগ্রহণ করেন ব্রাঞ্চগুলোর টীম লিডার ও অন্যান্য সদস্যরাসহ স্থানীয় মসজিদ কমিটির সদস্য ও সাধারণ মুসুল্লিগণ।

বণ্টন প্রক্রিয়া-
ব্রাঞ্চগুলোর টীম লিডার ও অন্যান্য সদস্যরাসহ স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা তৈরি করার পর তা সমাজের মাঝে ঘোষণা দেয়ার মাধ্যমে সকলের কাছে খবর পৌঁছে যায় কারা কারা এই সুবিধাভোগ করবেন (উত্তম সময় শুক্রবার নামাজে সময় হতে পারে)। এরপর শীতবস্ত্র বিতরণের সময় সুবিধাভোগীগণকে মসজিদের সামনে ডেকে এনে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছবি, ভিডিও এবং গ্রহীতাদের পরিচয়সহ তালিকা দাতাকে সরবরাহ করা হয়। এভাবে একটি কম্বলও ভুল জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এর ফলে দাতারা আত্মতৃপ্তি লাভ করেন এবং নিশ্চিত হন যে, তাদের দান সঠিক ব্যক্তির কাছে পৌঁছেছে।

অবস্থান ও কার্যক্রম-
মসজিদ ডট লাইফের কার্যক্রমের আরেকটি বৈশিষ্ট্য হলো এর অবস্থান। মসজিদ ডট লাইফের অধিকাংশ ব্রাঞ্চ দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এবং রংপুরের মতো দরিদ্রপ্রবণ জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণে তাদের ব্রাঞ্চগুলো অত্যন্ত সক্রিয়। এসব এলাকায় দরিদ্র ও শীতার্ত মানুষদের জন্য তাদের প্রচেষ্টা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে।

শীতবস্ত্র বিতরণের এই মহৎ উদ্যোগে আপনার অংশগ্রহণই পারে শীতার্ত মানুষের জীবনে সামান্য উষ্ণতা এনে দিতে।

কম্বল কেনা ও সরবরাহে সহায়তা-
যারা সরাসরি শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করতে পারে না বা সম্ভব হয়ে উঠে না, তাদের জন্য মসজিদ ডট লাইফ আরও একটি সুবিধা প্রদান করে থাকে। ডোনারের পক্ষ থেকে শীতবস্ত্র কিনে সরাসরি মসজিদ ডট লাইফের ব্রাঞ্চে পাঠানোর জন্য একটি বিশেষ টিম কাজ করে। মসজিদ ডট লাইফের ট্রেজারার মাওলানা হারুন রশিদের নেতৃত্বে এই টিম দাতাদের দানের টাকায় শীতবস্ত্র সংগ্রহ করে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেন।

শীতবস্ত্র বিতরণ ছাড়াও মসজিদ ডট লাইফ অন্যান্য সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত। মসজিদ ডট লাইফের ১০০% সুদমুক্ত ঋণসহ বহুমুখী সেবা প্রদান করে থাকে। মসজিদ ডট লাইফ পরিবারের লক্ষ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

আপনি যদি মসজিদ ডট লাইফের এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে চান বা আপনার দানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চান, তবে মসজিদ ডট লাইফের হোয়াটসঅ্যাপ, ইমেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতে পারেন। দানের একটি ছোট উদ্যোগও অনেক মানুষের শীতের কষ্ট লাঘব করতে পারে।

যোগাযোগের ঠিকানা-
কামাল আহমেদ
ফাউন্ডার, মসজিদ ডট লাইফ
🌐 www.masjid.life
📞 WhatsApp: +19193608286
📧 Email: masjid.life.kamal@gmail.com
📱 Facebook: Kamal Ahmed
📺 YouTube: Masjid.Life_kamal

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST