সেনাবাহিনীর দুই কর্মকর্তা মেজর জেনারেল মো. খালেদ আল মামুন ও মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান রশীদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. খালেদ আল মামুন ও মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান রশীদকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর চিফ আইসিটি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেনকে সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।